এ বছরই পিইসি পরীক্ষা বাতিলের দাবি
৫ম শ্রেণির পিইসি পরীক্ষা এ বছরই বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে দাবি আদায়ে ২০ আগস্ট মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা, কোচিং ব্যবসা নিষিদ্ধকরণ এবং হাইকোর্টের রায় অনুযায়ী বেসরকারি স্কুল কলেজে এডহক কমিটি ও সভাপতিসহ গভর্নিং বডি নির্বাচন।
সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, ২০০৯ সালে ৫ম শ্রেণির পিইসি পরীক্ষা চালু করা হয়। গত সাত বছরে এ পরীক্ষা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারেনি। এসব পরীক্ষার কারণে স্কুলগুলো এখন কোচিং সেন্টারে রুপ নিয়েছে।
অভিভাবক সংগঠনের এই নেতা রাজধানীর নামীদামি বিভিন্ন স্কুলের কোচিং ও ভর্তি বাণিজ্যের অভিযোগ তুলে ধরে বলেন, রাজধানীর কতিপয় স্কুলের দুর্নীতি সকলের জানা থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা জারির পরও মতিঝিল আইডিয়াল স্কুল এখন কোচিং সেন্টারে পরিণত হয়েছে। শনিবারের নিয়মিত ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কোচিং ব্যবসা চালানো হচ্ছে। কোচিং চালানোর জন্য শিক্ষকদের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু দেখার কেউ নেই। এছাড়া এ প্রতিষ্ঠানসহ কতিপয় কয়েকটি প্রতিষ্ঠান রমরমা ভর্তি বাণিজ্যে করে যাচ্ছে। এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দিচ্ছি। একই সাথে দাবির স্বপক্ষে সকলকে এই মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এএস/এনএফ/এমএস