ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শীতের রাতে হঠাৎ বৃষ্টি

প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উষ্ণতার চাদর মুড়িয়ে যখন ঘুমে ব্যস্ত নগরবাসী, তখনই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। শীতের রাতে হঠাৎ বৃষ্টির অম্ল-মধুর অভিজ্ঞতায় পড়েছিল রাজধানীবাসী। শুধু বৃষ্টি নয়, রীতিমতো শিলাবৃষ্টি, সাথে ছিল মেঘের গর্জন।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, রামপুরা, মতিঝিল, গুলশান, খিলগাঁও, মুগদা, ডেমরাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি চলে ঘণ্টাখানেক ধরে। তবে এ ব্যাপারে আবহাওয়ার আগাম কোনো আভাস পাওয়া যায়নি।

বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ফুটপাতের বাসিন্দাদের। কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছিল বৃষ্টি। আলস্যের ঘুম ছেড়ে বৃষ্টি থেকে গা বাঁচাতে আশ্রয়ের সন্ধানে ছুটতে দেখা গেছে ফুটপাতে বিছানা পাতা মানুষদের।