মিরপুর ও যাত্রাবাড়ীতে বাসে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বাদশ দিনে সকালেই রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চত করেছেন ফায়ার সার্ভিসের নিয়স্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজেন দাস। তিনি জাগোনিউজকে বলেন, শনিবার পৌনে নয়টায় যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসস্ট্যান্ড এলাকায় প্রাইম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, বাসের বেশীর ভাগ অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুর এলাকায় একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের নিয়স্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজেন দাস।
জেইউ/এআরএস