ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ সপ্তাহ ২৭ জানুয়ারি থেকে শুরু

প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

এবারও দেরিতে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। চলতি বছর ২৭ থেকে ৩০ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে পুলিশ সপ্তাহ।

২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে মার্চের প্রথম সপ্তাহে পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছিল। তবে প্রথাগতভাবে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পুলিশ সপ্তাহ আয়োজন করা হত।

জানা যায়, প্রধানমন্ত্রী ২৭ জানুয়ারি সকাল ১০টায় রাজারবাগে ঢাকা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করবেন।

এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনৈতিক, ইন্সপেক্টর জেনারেল, পুলিশের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, এ বছর ২৭ জানুয়ারি থেকে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। পুলিশ সপ্তাহ শুরু হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই। তবে জানুয়ারির প্রথম সপ্তাহেই সাধারণত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে এ অনুষ্ঠান আয়োজন করতে বিলম্ব হয়।

জেইউ/ এমএএস