মানসিক ভাবে ভেঙে পড়েছেন খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমানের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। তার গুলশান কার্যালয় সূত্র জানায়, ঘটনার আকস্মিকতায় নিথর হয়ে পড়েছেন তিনি।
সরেজমিন দেখা যায়, বেশিরভাগ সময় স্লোগানে স্লোগানে মুখরিত কার্যালয়টিতে যেন নেমে এসেছে শোকের ছায়া। কারো মুখে কোনো কথা নেই। পুরো ভবন জুড়ে পিনপতন নিরবতা বিরাজ করছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগোনিউজকে জানান, দীর্ঘদিন দেশান্তরে থাকা প্রিয় ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর একজন কোমলময়ী মা হিসেবে মানসিকভাবে ভেঙে পড়াটা খুবই স্বাভাবিক। ছেলের মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যান তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং এর আরেক কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেগম জিয়া যখন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছেন তখন তার পাশে কেউ ছিলেন না। মৃত্যুর সংবাদ শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।
এদিকে মৃত্যুর সংবাদ শোনার পর থেকে খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা গুলশান কার্যালয়ে জড়ো হচ্ছেন। বিকেল ৪টা ২০মিনিটে এই প্রতিবেদন লেখার সময় কার্যালয়ের ভেতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা গেছে।
এমএম/ এএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ