বদ্ধ ঘরে নিশ্চুপ খালেদা
ছেলের মুত্যুর সংবাদ শোনার পর নিজ রুমের দরজা বন্ধ করে রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুত্র শোকে কাতর খালেদা জিয়া কারো সাথে কোনো কথা বলছেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান।
শনিবার বিকেল ৩টা ৪৫মিনিটে তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল সাড়ে ৪টায় বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি জানান, ছেলে হারানোর বেদনায় একজন মা হিসেবে তিনি কতটা ভেঙে পড়তে পারেন তা সহজেই বোঝা যায়। গুলশান কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা অবস্থান করছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও দরজা বন্ধ থাকার কারণে তিনি তার সঙ্গে দেখা করতে পারেননি।
এমএম/ এমএএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ