নিহত মুরাদ গুলশান ও শোলাকিয়ার জঙ্গিদের প্রশিক্ষক
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদ গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রশিক্ষক ছিলেন।
আইনশৃঙ্খলার দায়িত্বশীল সুত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট সূত্র জানায়, নিহত জঙ্গি মুরাদ তামিম আহমেদ চৌধুরীর নব্য জেএমবির সদস্য ছিলেন। তিনি তামিমের ডান হাত ছিলেন এবং গুলশান ও শোলাকিয়ার হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের প্রশিক্ষক।
এর আগে, শুক্রবার রাত সাড় ৯টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে জঙ্গি মুরাদ পুলিশের উপর হামলা চালান। পরে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশের রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল গুরুত্বর আহত হয়েছেন।
এআর/এআরএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ২ ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- ৩ ফের লাইনে লিকেজ, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
- ৪ চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, বাড়ছে ক্ষোভ
- ৫ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা