ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নিহত মুরাদ গুলশান ও শোলাকিয়ার জঙ্গিদের প্রশিক্ষক

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদ গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রশিক্ষক ছিলেন।

আইনশৃঙ্খলার দায়িত্বশীল সুত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট সূত্র জানায়, নিহত জঙ্গি মুরাদ তামিম আহমেদ চৌধুরীর নব্য জেএমবির সদস্য ছিলেন। তিনি তামিমের ডান হাত ছিলেন এবং গুলশান ও শোলাকিয়ার হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের প্রশিক্ষক।

এর আগে, শুক্রবার রাত সাড় ৯টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে জঙ্গি মুরাদ পুলিশের উপর হামলা চালান। পরে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশের রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল গুরুত্বর আহত হয়েছেন।

এআর/এআরএস