কে এই মুরাদ
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীর। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, নব্য জেএমবির প্রধান তামিম আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন মুরাদ। তামিমের অবর্তমানে তার কাঁধেই ছিল জেএমবি চালানোর দায়ভার।
পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট সূত্র জানায়, মুরাদ গুলশানের হলি আর্টিজান বেকারিতে ও শোলাকিয়ায় জঙ্গি হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। তিনি জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর নব্য জেএমবির সামরিক শাখার প্রধান এবং তামিমের ডান হাত ছিলেন।
মুরাদ জুলাই মাসের ১ তারিখ রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িটি ভাড়া নেন। এছাড়াও ৫ জুলাই তামিমের জন্য নারায়নগঞ্জের পাইকপাড়ার বাড়িটিও সাত হাজার টাকায় ভাড়া নেন তিনি।
সিটি ইউনিট জানায়, মিরপুর, কল্যাণপুর ছাড়াও এ পর্যন্ত জেএমবির যতজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেয়া তথ্যমতে মুরাদ তামিমের রিপ্লেসমেন্ট। মুরাদের যেসব নাম পাওয়া গেছে এগুলো সবই সাংগঠনিক। তার প্রকৃত নাম-পরিচয় পাওয়া যায়নি।
এআর/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- ২ মাদক-অবৈধ যোগাযোগ ঠেকাতে প্রিজনভ্যানে নজরদারি চায় কারা কর্তৃপক্ষ
- ৩ দ্বিতীয় বিয়ে নিয়ে বিচার বিভাগের সংবেদনশীল ভূমিকা চায় মহিলা পরিষদ
- ৪ প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ২ প্রার্থী, হারালেন বিএনপির একজন
- ৫ পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস