মৃত্যুকে ভয় করি না : মীর কাসেম
শহীদি মৃত্যুর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। শনিবার সন্ধ্যায় সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এ কথা জানিয়েছেন।
আয়েশা খাতুন বলেন, মীর কাসেম সুস্থ্ আছেন। তার মনোবল অটুট রয়েছে। তবে নিখোঁজ ছেলের বিষয়ে তিনি উদ্বিগ্ন।
‘আমি মৃত্যুকে ভয় করি না। শহীদি মৃত্যুর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি’ বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে ৪০ জনের বেশি পরিবারের সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বের হন তারা।
এআর/এএসএস/ এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন