ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এসপি বাবুল আক্তারের পদত্যাগপত্র গৃহীত

প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাবুল আক্তারের ‘আবেদনের প্রেক্ষিতে’ তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
 
এর আগে চলতি বছরের জুনে দুর্বৃত্তদের গুলিতে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু নিহত হন। এ ঘটনার কয়েকদিন পর ‘তদন্তের সুবিধার্থে’ বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৫ ঘণ্টা পর রামপুরার শ্বশুরবাড়ি ফেরেন তিনি।
 
তবে এরপর থেকে পুলিশ হেড কোয়ার্টার্সে অফিস করেননি বাবুল আক্তার। সম্প্রতি তার চাকরি থাকা না থাকা নিয়ে এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছিল। জোর করে পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।
 
তবে সম্প্রতি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেন, বাবুলের চাকরির মানসিকতা নেই বলে সে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমরা জোর করে তাকে চাকরিতে ফেরাতে পারি না।
 
চট্টগ্রাম ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বাবুল আক্তার গত এপ্রিল মাসে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হন। ঢাকার পুলিশ হেড কোয়ার্টার্সে যোগদানের প্রথম দিনেই চট্টগ্রামে তার স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা।


progapon

এআর/জেইউ/এসএইচএস/আরআইপি