ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী পৌঁছেছেন। বুধবার বেলা সোয়া ১১ টায় তিনি চিলমারী পৌঁছান।

চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন।  

এর মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর অঙ্গীকার অবশেষে পূরণ হচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।

চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও আগামী বছরের মার্চ ও এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওয়তায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো। কুড়িগ্রামে এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে চিলমারীসহ পুরো জেলা। প্রায় দেড় শতাধিক গেট, তোরণ, ব্যানার আর ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চিলমারীবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি। স্বাগত বক্তব্য রাখবেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি প্রমুখ।

নাজমুল হোসেন/এসএস/পিআর

আরও পড়ুন