ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কল্যাণপুরে নিহত ৯ জঙ্গিকে বেওয়ারিশ হিসেবেই দাফন

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

কল্যাণপুরে পুলিশের অভিযানে নব্য জেএমবির নিহত ৯ জঙ্গির মরদেহ বেওয়ারিশ বা অজ্ঞাত হিসেবেই দাফন করা হয়েছে। বুধবার বেলা ১টা ৫০ মিনিটে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ ঢাকার জুরাইন কবরস্থানে এই ৯ জঙ্গির দাফনের কাজ সম্পন্ন করে।

নিহত জঙ্গিদের পরিবার শনাক্ত করা গেলেও জঙ্গি বলে তারা মরদেহ নিতে ‘অস্বীকৃতি’ জানায়। তাই নিয়মানুযায়ী তাদের মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়।

এর আগে গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এতে আস্তানায় থাকা ৯ জঙ্গি নিহত হয়। নিহতদের মরদেহ দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ছিল। তবে তাদের পরিবারের সদস্যরা মরদেহের বিষয়ে দীর্ঘদিন কোন খোঁজখবর নেয়নি।

অবশেষে বুধবার সকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) বিভাগের নির্দেশে তাদের মরদেহ গ্রহণ করতে ঢামেক হাসপাতালে উপস্থিত হয় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ। সাড়ে ১১টায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তিনটি পিকআপ ভ্যানে ৯ জঙ্গির মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে।

এআর/এআরএস/পিআর

আরও পড়ুন