২০১৭ সালের মধ্যে রাজধানীতে চালু হবে একশ পাবলিক টয়লেট
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় ২০১৭ সালের মধ্যে সর্বসাধারণের জন্য একশ’ পাবলিক টয়লেট চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
বুধবার দুপুর ১২টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে অাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গণশৌচাগার (পাবলিক টয়লেট) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নগরে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধির ফলে শৌচাগারের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের জন্যে এ সমস্যা চরম অাকার ধারণ করছে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে ১৭টি পুরাতন শৌচাগারের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং ৪৭টি অাধুনিক শৌচাগার নির্মাণের জন্যে টেন্ডার অাহ্বান করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি শৌচাগার ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে অাধুনিক এসব শৌচাগারে থাকছে নারীদের জন্য বিশ্রামাগার, ওয়াটার পিউরিফায়ার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে ওয়াটার এইড নামক একটি সংস্থা এ কাজে সহযোগীতা করছে।
এসএম/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ২ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৩ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৪ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৫ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত