ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনির্দিষ্টকালের অবরোধে পেট্রলবোমায় নিহত ৫১

প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ৩৫তম দিন সোমবার। অবরোধের ৩৫ দিনে ৫১ জন সাধারণ নিরীহ মানুষের মৃত্যু হলো পেট্রলবোমা ও ককটেলের আগুনে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার নোয়াখালীতে ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন দু`জন। ঢাকায় দুটিসহ সাত জেলায় ১৫টি যানবাহন পুড়েছে দুর্বৃত্তের আগুনে। ভাংচুর করা হয়েছে ১০টি যানবাহন। ঈশ্বরদীতে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা হামলা হয়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী ঢাকায় হরতালের কোনো প্রভাব ছিল না।    

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মিরপুর পূর্ব থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন (২৪)। যশোর ও কুমিল্লায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আরও দু`জন। ঢাকা ও কুমিল্লায় পুলিশের ওপর `হামলার সময়` তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসিবুল হাসানের (৩২)। আগের রাতে পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়েছিলেন এই ট্রাকচালকের সহকারী। একই ঘটনায় দগ্ধ হওয়া অন্য দু`জন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।

দু`দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রোববার বিকেল ৩টায় মারা যান আবুল কালাম আজাদ। শুক্রবার রাতে গাইবান্ধায় যাত্রীবাহী নারকীয় হামলায় দগ্ধ হয়েছিলেন তিনি। রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ঘটনার ৩৯ ঘণ্টা পর মৃত্যু হলো তার। এ নিয়ে গাইবান্ধায় বাসে হামলায় মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।

গত ৩৫ দিনে অবরোধ-হরতালসংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছেন ৬৮ জন। এ ছাড়া অবরোধ শুরুর আগের দু`দিনে নিহত হন আরও দু`জন। এই ৭০ জনের মধ্যে ৫১ জনের মৃত্যু পেট্রোল বোমা ও ককটেলের আগুনে। ১০ জন মারা গেছেন সংঘর্ষে। পুলিশের দাবি অনুযায়ী, পিকেটিং করতে গিয়ে নিহত হন আরও চারজন। অন্যান্য ঘটনায় মারা গেছেন পাঁচজন। এসব হিসাবের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১৫ জন।

গত ৩ জানুয়ারি থেকে রাজনৈতিক সহিংসতায় দুর্বৃত্তের আগুনে যানবাহন পুড়েছে ৫৪০টি। গতকাল বিশেষ অভিযানে ঢাকায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বিএনপির ও ১০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। দেশের অন্যান্য জেলায় জামায়াতের সাবেক এমপি আবদুল খালেক মণ্ডল, সিলেট দক্ষিণের উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদসহ আরও ১৬০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তাদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

এআরএস/আরআইপি