ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ একজন আটক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর শাহ আলী থানাধীন উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে ৩০ রাউন্ড গুলিসহ হাসান আলী (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে আটক করে র‌্যাব-২ এর একটি আভিযাত্রিক দল।

র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান আলী দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী নতুন রাস্তা (কবরস্থানের পিছনে) মোহাম্মদআলীর বাসায় ভাড়া থাকেন।

আটককৃত নরসিংদী জেলার শিবপুর থানাধীন দত্তরগাঁ (চালাকচর) এলাকার আলমগীর হোসেনের ছেলে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনা-বেচার জন্য শাহ আলী থানাধীন উত্তর বিশিল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র্যাব-২ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত রাজধানীর মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, কারওয়ান বাজার ও ফার্মগেইট এলাকায় অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আরএস/আরআই