রাজধানীতে শিবিরের ১২ নেতাকর্মী আটক
রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেলসহ শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমডি)।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ভাষানটেক থানাধীন সিবি-২০৬/এ, পুরাতন কচুক্ষেত এলাকার কয়েকটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভাষানটেক থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাসানটেক থানার ওসি আবুল কালাম আজাদ এর তত্ত্বাবধানে এসআই নাজমুল হাছান ভাসানটেকের কচুক্ষেত এলাকার কয়েকটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি পেট্রলবোমা, ২টি ককটেল পেট্রল ভর্তি প্লাস্টিক বোতল ২টি, স্প্রীড জাতীয় তরল পদার্থ ছোট বোতল ১টি, সংগঠনটির ৬০টি বই, পোস্টার ৮টি, সিডি ক্যাসেট ১০টি, শিবিরের প্রচারাভিযানের বিভিন্ন প্রকারের স্টিকার ১০০টি, ছাত্র শিবির সংক্রান্ত কাগজের ফাইল ৫টি, ছাত্রশিবির সংগঠন সংক্রান্ত প্লাস্টিকের ফাইল ৫টি, ছাত্র শিবির সংগঠন সংক্রান্ত ব্যানার ৮টি, বিভিন্ন প্রকার ডায়েরি ডেস্ক ক্যালেন্ডার, রেজিস্টার খাতা, লিফলেট, রশিদ, ভাউচার, মেমো ও ভাড়া আদায়ের রশিদ উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. বিল্লাল হোসেন ওরফে আরাফাত মাওলা(২৫), এসএম শাহনী ইকবাল(২২), সৈয়দ এহসানুল হক ওরফে ইমন(২২), মীর মো. মহিউদ্দিন(২২), কাওছার আহমেদ ওরফে মুন্না(২২), তৌকির আহম্মেদ সজল(২০), মো. খালেদ হাসান ওরফে শান্ত(২০), মো. আসিফুর রহমান(২০), মো. ইয়াছিন(২০), মো. আব্দুল্লাহ আল মামুন(২১), মো. শাহরুখ খান(২০) ও মো. নাজমুল ইসলাম(২০)।
জেইউ/এআরএস/এমএস