ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাবিতে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ‘ভাষা শহীদ বরকত স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘর’ থেকে এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিরাপত্তারক্ষীর নাম শংকরচন্দ্র রায় (২৭)। সোমবার সকালে পুলিশের সহায়তায় হল প্রশাসন মরদেহটি উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি নিহত শংকর দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন।

সংগ্রহশালার পরিচালক ও জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান, সকালে হলের কর্মচারীরা সংগ্রহশালার ভেতরে শংকরের মরদেহ দেখে খবর দিলে ঘটনাস্থলে যাই। সংগ্রহশালার গেট ভেঙে ভেতরে ঢুকে শাহবাগ থানা পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শংকর মানসিক রোগে ভুগছিলেন এবং এজন্য সম্প্রতি তার চিকিৎসা চলছিল বলে হল প্রশাসন আমাদের জানিয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জেইউ/বিএ/আরআইপি