নৌমন্ত্রীর কোনো দোষ নেই : ওবায়দুল কাদের
পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগের দাবিকে অমূলক মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নৌমন্ত্রীর কোনো দোষ নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন।
গত সোমবার মাদারীপুর জেলার কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা পিনাক-৬ নামক যাত্রীবাহী লঞ্চ সাড়ে ১১টার দিকে পদ্মায় ডুবে যায়। লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিলো। এখন পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ পরিস্থিতিতে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি উঠেছে।
নৌমন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নৌযান উদ্ধারে আমাদের আরও ওয়েল ইকুইপড (পর্যাপ্ত যন্ত্রপাতি সজ্জিত) হতে হবে, আমাদের আধুনিক প্রযুক্তি সংযোজন করতে হবে। এখানে নৌমন্ত্রীর কোনো দোষ নেই। বরং তার কার্যক্রমে নৌমন্ত্রণালয়ে অনেক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এখানে পদত্যাগের দাবি অমূলক।
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার