দিয়াজের গলায় আঘাতের চিহ্ন
ফাইল ছবি
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
রোববার দুপুরে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত করে।
তিনি জানান, তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও আগের ময়নাতদন্তকারী চিকিৎসকসহ অন্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এছাড়া দিয়াজের দাঁত, গলার টিস্যু ও লিভার কিছু অংশ পরীক্ষার জন্য ঢামেকের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমইউ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর