ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৮ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক বাংলাদেশের অগ্রযাত্রায় কেউ রুখে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, যদি আমরা সার্বিক উন্নয়নের কথা চিন্তা করি, তবে নারী-পুরুষের সমান উন্নয়ন হতে হবে।  সমাজের অর্ধেক অংশকে অনুন্নত রেখে কখনো সমাজ ওঠে দাঁড়াতে পারে না।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিচারক, ডিসি ও এসপি পদেও তার সরকার প্রথমে নারীর পদায়ন করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান সুদৃঢ় করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে নারীর অধিকারও।

নারীর উন্নয়নের লক্ষ্যে জাতির পিতা প্রথম তাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ, বিমান- তিন বাহিনীতেই মহিলা অফিসাররা ভালো করছে।

বিএ/এমএস