ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তর কোরীয় কূটনীতিককে বহিস্কার করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৮ মার্চ ২০১৫

লাগেজ থেকে ২৭ কেজি সোনা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত উত্তর কোরীয় কূটনীতিক সন ইয়ং ন্যামকে বহিস্কার করবে বাংলাদেশ। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (০৯ মার্চ) এ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কথা উত্তর কোরিয়ার সরকারকে জানাবে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের দেশের বাইরে অবস্থানের কারণে ঘটনার পর এ তিন দিন বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

তবে বহিস্কার ছাড়াও আরো দু’টি বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসতে পারে বাংলাদেশ সরকার। বাংলাদেশ থেকে তাকে সরিয়ে নিয়ে দেশটির আইন অনুযায়ী তার বিচার করার জন্য উত্তর কোরিয়াকে আহ্বান জানানো হতে পারে। সেক্ষেত্রে দেশটির সরকারকে ৭২ ঘণ্টা থেকে সাত দিনের সময় দিতে পারে বাংলাদেশ।

অথবা, সন ইয়ং ন্যাম’র কূটনৈতিক দায়মুক্তি তুলে নিয়ে বাংলাদেশি আইনে তার বিচার করার কথাও ভাবছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো দেশের কূটনীতিককে অন্য দেশে বিচার করা যায় না। তাই তাকে বাংলাদেশ থেকে বহিষ্কারের ওপরই বেশি জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়ং ন্যাম’র লাগেজ থেকে ২৭ কেজি সোনা উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (০৬ মার্চ) সকাল পর্যন্ত বিমানবন্দর কাস্টমস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও পররাষ্ট্র মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করে।

এরপর শুক্রবার দুপুরে সোনাগুলো জব্দ করে সন ইয়ং ন্যামসহ তাকে রিসিভ করতে আসা অপর চার কূটনীতিককে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এসআরজে