ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আশকোনার জঙ্গি আস্তানায় সিআইডির ক্রাইম সিন ইউনিট

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

রাজধানীর দক্ষিণখান আশকোনার জঙ্গি আস্তানার আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করেছে। রোববার সকাল পৌনে ১১টার দিকে সিআইডির ওই টিম ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গি আস্তানায় থাকা বোমা, গ্রেনেডসহ বিপুল বিস্ফোরক নিষ্ক্রিয় করতে প্রবেশ করে ডিবি পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।

গতকাল রিপোল-২৪ অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জানান, আজ (রোববার) সেখানে থাকা ক্রাইম সিন সংগ্রহ করে নিয়ে যাবে সিআইডি। বোমা ডিসপোজাল ইউনিট সেখানকার বিস্ফোরক জব্দ ও বোমা, গ্রেনেড নিষ্ক্রিয় করবে।

পাশাপাশি সেখানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজন নিহত হন।

জেইউ/বিএ/এমএস

আরও পড়ুন