শাহজালালে ২ কোটি টাকার ওষুধ জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৮ কেজি বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যার বাজার দর প্রায় ২ কোটি টাকা। অবৈধ এই ওষুধগুলো মিশর থেকে আনা হচ্ছিল।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।
তিনি জাগোনিউজকে বলেন, আমদানিনীতি ভঙ্গ করে ওষুধগুলো আনা হয়েছে। হৃদরোগ, ব্যথানাশক, মাইগ্রেন ব্যথা, রক্তচাপ সংক্রান্ত, গর্ভজনিত ও চর্মজনিত রোগের চিকিৎসায় ওষুধগুলো ব্যবহৃত হয়।
তিনি আরও জানান, মিশর থেকে আসা ইওয়াই-২৫৮ এর একটি নিয়মিত প্লাইট থেকে ওষুধগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেইউ/আরএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ২ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৩ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৪ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত