ক্ষমতায়নে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে : স্পিকার
ফাইল ছবি
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং আবাসন ব্যবস্থাসহ অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে স্থানীয় সরকার আইনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। জাতীয় সংসদেও ২০ শতাংশ নারী প্রতিনিধিত্ব করছে।
সোমবার জাতিসংঘ সদর দফতরে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন এনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি এন্ড দি এমপাওয়ারমেন্ট অব উইমেনের (ইউএন উইমেন) নির্বাহী পরিচালক ফুমজিলে ম্লামবো-এনগুকার সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে নারীর রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সিপিএ কাজ করে যাচ্ছে। মাল্টায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের পরবর্তী সম্মেলনে নারী সংসদ সদস্যরা কমনওয়েলথভুক্ত দেশগুলোতে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠার কার্যকরী পন্থা নিয়ে আলোচনা করবেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ফুমজিলে ম্লামবো-এনগুকা প্রথমেই স্পিকারকে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
এ সময় ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং এমডিজি অর্জনে বাংলাদেশকে রোলমডেল হিসেবে উল্লেখ করেন। স্পিকার নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণে বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
স্পিকার এর আগে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খেরের সাথে জাতিসংঘের সদর দফতরে সাক্ষাৎ করেন। অতুল খেরে বিশ্ব শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় স্পিকার বলেন, শান্তিরক্ষা বাহিনীতেও নারী সদস্যরা বিশেষ ভূমিকা রাখছে। আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, শান্তিরক্ষা মিশনসহ অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপই প্রমাণ করে যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
এছাড়া, গতকাল স্পিকার জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে স্পিকার বলেন, এটা বাংলাদেশের জন্য একটি সম্মানজনক পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই লাউঞ্জ পরিদর্শনকালে বাংলাদেশের বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। সূত্র : বাসস
বিএ/আরআই