সহকারী কমিশনারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
সরকারের দুই কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জের সাবেক সহকারী কমিশনারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার এ মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে।
অভিযুক্তরা হলেন- গোপালগঞ্জের সহকারী কমিশনার ও সাবেক হুকুম দখল কর্মকর্তা (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শাহরিয়ার মতিন, গোপালগঞ্জের এল.এ. শাখার সাবেক কানুনগো রমেশ পাল, সাবেক কানুনগো সুভেন্দ্র বিকাশ মজুমদার, সাবেক কানুনগো মো. আব্দুল জব্বার, এল.এ. শাখার সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক (শামীম), সাবেক সার্ভেয়ার (বর্তমানে রাজস্ব শাখা) মো. ইসমাইল, সাবেক সার্ভেয়ার (বর্তমানে রাজস্ব শাখা) মো. মোশাররফ হোসেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের হরিপদ সাহা, রাতান গ্রামের রিয়াজুল ইসলাম তালুকদার, সদর উপজেলার গোপালবাড়িয়া গ্রামের মো. নান্নু খান, ডহরপাড়া গ্রামের মো. নান্নু শেখ (নাঈম), শেখ ঠাণ্ডা, দেলোয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম, বংকুরা গ্রামের কেরামত আলী, মদনপাড়া গ্রামের মতিয়ার হাজরা, উরাহাটি গ্রামের গনেস ওঝা, পশ্চিমপাড়া গ্রামের সোহরাব হোসেন, উনশিয়া গ্রামের মো. ফজলুর রহমান, সোনাদিয়া গ্রামের লিটু শেখ ও চন্দ্র দীঘলিয়া গ্রামের সামসুর নাহার (বিউটি)।
দুদক সূত্র জানায়, মো. শাহরিয়ার মতিনসহ মোট ২১ জন সরকারি জমির ওপর নির্মিত অবকাঠামো-ঘরবাড়ির ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সরকারের দুই কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা ক্ষতিসাধন করেন।
বিষয়টি দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।
মো. শাহরিয়ার মতিন সহকারী কমিশনার ও সাবেক হুকুম দখল কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে গোপালগঞ্জ এল.এ. শাখার সংশ্লিষ্ট কর্মচারীদের যোগসাজশে এল. এ কেস নম্বর- ০৫/০৯-১০, ০৭/১০-১১ ও ১০/১১-১২ এর অবকাঠামো জমির ক্ষতিপূরণ প্রদানকালে সরকারি খাসজমি, অর্পিত সম্পত্তি, জেলা পরিষদের সম্পত্তিতে ঘরবাড়ি, গাছপালা, অবকাঠামো ইত্যাদির ক্ষতিপূরণের অর্থ অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের নামে প্রদান করে। এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন হয়। পাশাপাশি অভিযুক্তরা আর্থিকভাবে লাভবান হন।
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১