ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হুডি টেনে মুখ ঢাকেন তারেক সাঈদ

প্রকাশিত: ০৯:১১ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় র‌্যাবের অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল তারেক সাঈদকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গ্রেফতারের পর থেকে রায় ঘোষণা পর্যন্ত কখনো ঘাবড়ে যেতে দেখা যায়নি সাবেক এই র‌্যাব কর্মকর্তাকে।

সোমবার রায় ঘোষণার পর সাংবাদিকরা সাবেক এই র‌্যাব কর্মকর্তার ছবি তুলতে গেলে প্রিজন ভ্যানে বসে থাকা অবস্থায় জ্যাকেটের হুডি টেনে মুখ লুকান তিনি।
 
সাত খুনের ঘটনার পর থেকে পরবর্তী তিনদিন পর্যন্ত কাউন্সিলর নজরুলসহ বাকিদের অপহরণের বিষয়টি অস্বীকার করেছিলেন তারেক। শীতলক্ষ্যায় নিহতদের মরদেহ ভেসে ওঠার কয়েকদিন পর গ্রেফতার হন তিনি।

গ্রেফতারের দিন থেকেই তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। আদালতে হাজিরা দেয়ার সময়ও ছিলেন আত্মবিশ্বাসী। সর্বশেষ সোমবার রায় ঘোষণার দিন সকালেও হাসিমুখে আদালতে প্রবেশ করেছিলেন, বিচারকের রায় ঘোষণার সময়ও ছিলেন স্বাভাবিক। ফাঁসির রায় শুনেও তার মধ্যে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
 
তবে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় যখন প্রিজন ভ্যানে তোলা হয় তখন কিছুটা অস্বাভাবিক দেখাচ্ছিল তারেক সাঈদকে। সাংবাদিকদের ক্যামেরা দেখে জ্যাকেটের হুডি দিয়ে মুখ ঢেকে ফেলেন তিনি। এমনকি নড়াচড়াও করছিলেন না।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার সকালে ২৬ জনকে ফাঁসির আদেশ ও বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়।
 
এআর/জেইউ/এনএফ/জেআইএম

আরও পড়ুন