স্থলবন্দরের সমস্যা সমাধানে সাত দফা সুপারিশ
দেশের সীমান্ত এলাকার স্থলবন্দরগুলোতে বিদ্যমান সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাত দফা সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে দেশের স্থলবন্দরের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নানা সমস্যা সমাধানে এসব সুপারিশ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যমান সুপারিশসমূহের মধ্যে বন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সিসিটিভি স্থাপন করে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব পরিধির মধ্যে সীমাবদ্ধ রেখে কার্যক্রম পরিচালনার জন্য নিজ নিজ দফতর কর্তৃক মাঝে মধ্যে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করে কর্মতৎপরতা বৃদ্ধি করতে পারে।
এছাড়া ইমিগ্রেশন, কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট, উদ্ভিদ সঙ্গ নিরোধ, দালাল/ছিনতাইকারী চক্র, আমদানি/রফতানিকারক ও শ্রমিক সংগঠন, স্থানীয় প্রভাবশালী অসাধু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। বন্দরের সার্বিক বিষয়ে নজরদারি বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয়ভাবে বন্দরসংশ্লিষ্ট সব সংস্থার সৎ দায়িত্বশীল সদস্যদের সমন্বয়ে স্থলবন্দরে যৌথ মনিটরিং সেল গঠন।
স্থলবন্দরে তালিকাভুক্ত সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের বিষয়ে প্রকৃত লাইসেন্সধারী সিএন্ডএফদের সমন্বয়ে একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন। স্থলবন্দরগুলোতে ইতিপূর্বে একাধিকবার দায়িত্ব পালনকারী কর্মকর্তারা কাস্টমস ও ইমিগ্রেশনে যেন পোস্টিং না পায় সেদিকে নজরদারি বৃদ্ধি এবং ভোমরা স্থলবন্দরে অবকাঠামোগত সমস্যার উন্নয়নের পাশাপাশি মেটাল ডিরেক্টর ও স্ক্যানার মেশিন স্থাপনসহ বন্দরের অভ্যন্তরে সার্বক্ষণিক ব্যাংকিং ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
সচিবালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এমইউ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত