সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন। এর আগে আগামী মে মাসে দেশটির উপ-প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ কথা জানান চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।
শিল্পমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের বিষয়ে চীনের প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। তার সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চীনের উপ-প্রধানমন্ত্রী চলতি বছরের মে মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শাহজালাল সার কারখানা উদ্বোধন করার কথা রয়েছে।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি বছরের মধ্যেই চীনের শীর্ষ পর্যায়ের একজন নেতা বাংলাদেশ সফর করবেন, এটা নিশ্চিত। এ ব্যাপারে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
অপর একটি সূত্র জানায়, চীনের প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশে চীনের প্রায় ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনাও অব্যাহত রয়েছে।
এআরএস/আরআই