ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শিক্ষা ক্ষেত্রে আগামী প্রজন্ম গৌরব উজ্জল ভূমিকা রাখবে

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০১৫

সংস্কৃতির ক্ষেত্রে ভাটি অঞ্চল বাংলা দিরাই-শাল্লাহকে শাহ আব্দুল করিম ও পন্ডিত রাম কানাই দাস যেমন বিশ্ববাসীর কাছে পরিচিত করিয়েছেন তেমনি শিক্ষা ক্ষেত্রে আগামী প্রজন্ম গৌরব উজ্জল ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় বিএডিসি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, উপজেলা পর্যায়ের একটি বিদ্যালয়ের শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বড় আয়োজন প্রমাণ করে এ অঞ্চলের মানুষ শিক্ষাকে যথাযথ কদর করেন। এজন্য তিনি স্থানীয় জনগণকে অভিনন্দন জানান।

সুনামগঞ্জকে পিছিয়ে পড়া ভাটি অঞ্চল হিসেবে দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে বিদ্যালয়ের সংখ্যা কম থাকায় লেখাপড়াও কম। উচ্চ শিক্ষার সুযোগ একেবারেই সীমিত। শিক্ষাক্ষেত্রে এমন বৈষম্য থাকা উচিত নয়।

মুহিত বলেন, শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা চিন্তার বিষয়, ভাবার বিষয়। কারণ বিধাতা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের মধ্যে যে গুণগুলো দিয়েছেন, যেসব বিশেষ গুণে মানুষ গুণান্বিত, সেই সব গুণ স্বাভাবিকভাবে বিকাশ হয় না। তার জন্যে চেষ্টা করতে হয়, লেখাপড়া করতে হয়। এ জন্যে ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শামসুন নাহার শাহানা রব্বানী, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও দিরাই পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল বক্তব্য রাখেন।

আরএস/আরআই