৭ লাখ ৪৮ হাজার স্মার্টকার্ড বিতরণ হয়েছে
ঢাকা মহানগরীর ১০ টি থানা নির্বাচন অফিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জনগণের মাঝে ৭ লাখ ৪৮ হাজার ৪২২ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার জাতীয় সংসদে মুহাম্মদ মিজানুর রহমানের ( খুলনা-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় এখনো বিভাগীয় শহর খুলনায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি । বর্তমানে প্রথম পর্যায়ে ঢাকা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ চলছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে।
এইচএস/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত