স্বপ্নের আমেরিকা যাওয়া হলো না আরমানের
স্বপ্নের অামেরিকা যাওয়ার পথে পানামা খালে সমুদ্রে ভেসে গিয়ে প্রাণ দিতে হলো বাংলাদেশি অারমান শেখকে (২২)। নিহত অারমান শেখের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে। 
সোমবার রাতে মারা যান আরমান। আরমানের মরদেহ বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। নিহতের সঙ্গে থাকা তার ভগ্নিপতি শাহেদ কামাল সুজন বিষয়টি পরিবারকে নিশ্চিত করেছেন।
সদা হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল অারমান ছিলেন সবার কাছে অতি প্রিয়। অারমানের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়ে অনেক বাংলাদেশি ব্রাজিল, প্যারাগুয়ে, পানামা, মেক্সিকোসহ ভয়ঙ্কর জঙ্গল ড্যারিয়ান প্যাপ পাড়ি দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্র যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এভাবে ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রযাত্রায় অনেকে যাত্রাপথে মৃত্যুববরণ করেন।
এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর