‘কথা কওনের টাইম নাই’
শাহবাগ থানার পাশে নিউ কনকচাপা দোকানের কর্মচারী সবিউল। সোমবার সকালে জাতীয় যাদুঘরের সামনের রাস্তার ডিভাইডারের ফুটপাতে বসে কয়েকজন সহকর্মীর সঙ্গে ফুলের ডালা সাজাতে ব্যস্ত তিনি।
ককসিটের ওপর কেউ হলুদ গাদা ফুল গাঁথছেন, কেউ কাঁচি দিয়ে স্কচটেপ কেটে দিচ্ছেন আবার কেউবা ডালায় ফুলের পাশাপাশি পাতা বিছিয়ে দিচ্ছেন।
এ সময় আনুমানিক আটাশ ত্রিশ বছরের এক যুবক এসে বড় ও ছোট ফুলের ডালা কত হলে বিক্রি করবেন তা জানতে চায়। সঙ্গে সঙ্গে সবিউল বলেন, ‘আজ কথা কওনের টাইম নাই। ফুলের বড় ডালা ১ হাজার টাকা ও মাঝারি সাইঝের একটির দাম ৬০০ ট্যাকা। পছন্দ অইলে নেন, না হলে যান।’
এমইউ/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর