আবহাওয়া শুষ্ক থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩২ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল তেতুলিয়াতে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২৫ মিনিটে, সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে।
সূত্র: আবহাওয়া অধিদফতর।
এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর