ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫ বছরে শাস্তি পেয়েছেন ৬৬ হাজার পুলিশ

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত পাঁচ বছরে বিভিন্ন অভিযোগে ৬৬ হাজারের বেশি পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার সংসদে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে এ সব তথ্য জানান মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী জানান, পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অনুসন্ধান সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। বিগত ৫ বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৬১ হাজার ৯১০ জনকে লঘুদণ্ড, ৩ হাজার ৬০০ জনকে অন্যান্য গুরুদণ্ড এবং ৫০৪ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসর দেয়া হয়।

থানায় জিডি করতে অর্থ আদায় ও ভিকটিমকে ‘নাজেহালের’ অভিযোগ বিষয়ে এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ থানায় জিডি করতে গেলে কর্মরত কর্মকর্তার বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ সত্য নয়। ভিকটিমকেও নাজেহাল করা হয় না।’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের অন্য এক প্রশ্নের জবাবে কামাল বলেন, বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ। এই সরকার কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন, অনুমোদন, অনুসমর্থন অথবা উৎসাহিত করে না। আইনসঙ্গত দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো রূপ ব্যত্যয় পরিলক্ষিত হলে সে বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।

এইচএস/জেএইচ/পিআর