ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জেলা জজদের সম্মেলন শনিবার

প্রকাশিত: ০৩:৪০ এএম, ১০ এপ্রিল ২০১৫

শনিবার জেলা জজদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে রাত পর্যন্ত। আর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জেলা জজদের সঙ্গে সম্মেলন করতে যাচ্ছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। এ লক্ষ্যে সব জেলা জজকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে প্রধান বিচারপতি বিচার বিভাগকে আরও গতিশীল, মামলার জট কমানো এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ এ ব্যাপারে বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পর থেকে বিচার বিভাগকে গতিশীল করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে মামলার জট কমিয়ে আনার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বিচার বিভাগের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে এবং জেলা জজদের নিয়মিত এজলাসে বসে মামলা পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, শনিবারের সম্মেলনও বিচার বিভাগের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যেই করা হচ্ছে। মামলা ব্যবস্থাপনা আরও উন্নত করা, বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর)র প্রয়োগ, গরিব-দুখী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান ইত্যাদি বিষয়ে প্রধান বিচারপতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সূত্র জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ৩০ লাখের ওপর মামলা বিচারাধীন রয়েছে। এ জট দিনে দিনে বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে বিচার বিভাগে ধস নামার আশংকা রয়েছে। আর এ লক্ষ্যে বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর পরই আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করে দেন। এতে করে এই বিভাগে মামলার জট কিছুটা কমে এসেছে বলে জানা গেছে।

এছাড়া সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। এতে করে মামলা নিষ্পত্তিতে গতি ফিরে এসেছে। একইভাবে নিম্ন আদালতের বিচার কাজেও গতিশীলতা আনতে ইতোমধ্যে জেলা জজদের প্রতি চার দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। সম্মেলনের দিনেও আরও বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেবেন বলে সূত্র জানায়।

বিএ/এমএস