বিমানের পরিচালক হলেন মমিনুল ইসলাম
বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার মমিনুল ইসলামকে পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার তিনি এই পদে নিয়োগ পান। ধারণা করা হচ্ছে, শিগগিরই তাকে এই পদে স্থায়ী নিয়োগ দেয়া হতে পারে।
এই বিভাগের পরিচালক হিসেবে বিমানের সাবেক পরিচালক (পরিকল্পনা) বেলায়েত হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
সংশ্লিষ্টরা বলেছেন, নামকাওয়াস্তে বেলায়েত হোসেন দায়িত্বে থাকলেও বিমানের পুরো প্রশাসন বিভাগ চালাতেন মমিনুল ইসলাম। আর সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করায় বিমান পরিচালনা পর্ষদের সুপারিশে তাকে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেয়া হয়।
সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্স থেকে ১৯৯০ সালে মমিনুল ইসলাম বিমানে যোগ দেন জুনিয়র অফিসার হিসেবে। এরপর ১৯৯৬ সালে তিনি জেনারেল ম্যানেজার পদোন্নতি পান।
তারও আগে তিনি বিমানের ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন।
আরএম/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত