রাজধানীতে ভুয়া ৮ ডিবি পুলিশ গ্রেফতার
রাজধানীতে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ৮ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটিকি ও ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন ডিএমপি’র সহকারি কমিশনার(এসি মিডিয়া) রবিউল আরাফাত।
তিনি জানান, সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এআরএস/এমএস