দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে : আইনমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল-চন্দ্রপুর-নোয়াপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকার বিদ্যুৎ খাতে কোন উন্নয়ন করতে পারেনি। তারা শুধু বিদ্যুতের খাম্বা কেনার কথা বলে বিপুল অঙ্কের টাকা পকেটে ভরেছেন। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
এসময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন ২০২১ সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এস আলম ভূইয়া দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শাহিন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ আবদুল ওয়ারিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৮৪ লাখ টাকা ব্যয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল-চন্দ্রপুর-নোয়াপাড়া গ্রামের ৬ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এর ফলে চার শতাধিক গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাচ্ছেন।
এমজেড/এআরএস/এমএস