সেমিনারে যোগ দিতে যুক্তরাষ্ট্রে স্পিকার
গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্রের গেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার ও সোমবার ওয়াশিংটন ডিসিতে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শুক্রবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র সফরকালে স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সানজিদা খানম, সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, গণসংযোগ অধিশাখার পরিচালক এসএম মঞ্জুর, সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন।
স্পিকার যুক্তরাষ্ট্রে কনফারেন্সে যোগদান শেষে ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় একটি কনফারেন্সে অংশ নিবেন। আগামী ১৬-১৭ এপ্রিলে জার্মানীর বার্লিনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সফরশেষে আগামী ২১ এপ্রিল স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এইচএস/একে/এমএস