কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশে-পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় লালবাগ বিভাগের ডিসি মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরকে কেন্দ্র করে যেন কোন প্রকার নাশকতার সৃষ্টি না হয়, এ জন্য কেন্দ্রীয় কারাগারের আশে-পাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব, পুলিশ ও জেল পুলিশসহ গোয়েন্দা বিভাগের সমন্নয়ে এ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে।
একই সঙ্গে মাইকিং করে কারাগারের আশে-পাশে যান চলাচলসহ জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এছাড়া কেন্দ্রীয় কারাগারের রাস্তায় একটি স্ক্যানিং মেশিন বসানো হয়েছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও আদেশ চূড়ান্ত হয়েছে। শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের এ আদেশের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। যার ফলে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে আর কোন বাধা নেই।
জেইউ/আরএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য
- ২ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ৩ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৪ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৫ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪