ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি, জিডি

প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ এপ্রিল ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুই-তিন দিন আগে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে শিক্ষামন্ত্রীকে এ হুমকি দেওয়া হয়। ওই এসএমএসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয় এসএমএসে।

রমনা থানার ডিউটি অফিসার (এসআই) এমদাদ জিডির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এসএমএসে শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তারা একান্ত সচিব রঞ্জন বাড়ৈ গত ৯ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর ৮১৭। ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ জিডির ঘটনায় তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, চোখের অপারেশনের পর শিক্ষামন্ত্রী বর্তমানে রাজধানীর হেয়ার রোডের বাসায় অবস্থান করছেন।

জেইউ/এএইচ/একে/আরআই