রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, আটক ৩
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কোতোয়ালি থানার ওলিউল্লাহ নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার মধ্য রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে মিডফোর্ড হাসপাতালের পশ্চিমপাশে ব্রিজের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন তিনি।
এদিকে, এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রানা, রাকিব ও রেজাউল।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জাগো নিউজকে বলেন, ওলিউল্লাহ ডাক ও কোর্টের দায়িত্বে রয়েছেন। তিনি আদালতের আদেশের কপি তিনি আসামি ও থানায় পৌঁছে দেন। রোববার রাত আড়াইটার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ছিনতাইয়ের উদ্দেশে নাকি অন্য কোনো কারণে হামলা করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
জেইউ/এসআর/জেআইএম