বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
এছাড়া বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৪ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৯ মিনিটে।
সূত্র : আবহাওয়া অধিদফতর।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে ২৮.৬ শতাংশ স্কুলে ৫০ শিক্ষার্থীর জন্য একটি উন্নত টয়লেট
- ২ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ৩ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৪ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৫ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা