ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে হাসপাতাল নির্মাণে আগ্রহী ইরান

প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশে একটি অত্যাধুনিক মানের রেড ক্রিসেন্ট হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রয়োজনীয় জমি বরাদ্দ পেলে তারা শিগগিরই এর কাজ শুরু করতে চায় দেশটি। বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চিকিৎসা শিক্ষা সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্যেও দেশটি আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত দুই দেশের মাঝে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতে দুই দেশ অতীতে একসঙ্গে কাজ করেছে। বাংলাদেশ থেকে পূর্বে ইরানে নিয়মিত চিকিৎসক যেতো, এমনকি তেহরান বিশ্ববিদ্যালয় থেকেও অনেক বাংলাদেশি উচ্চতর ডিগ্রি লাভ করেছে।

তিনি বাংলাদেশ থেকে ইরানে নিয়মিত চিকিৎসক ও নার্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য মোহাম্মদ নাসিমকে অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনে ইরান থেকেও চিকিৎসক এবং বিশেষজ্ঞ বাংলাদেশে চিকিৎসা দিতে পাঠানো যেতে পারে। এতে দুই দেশই লাভবান হবে।

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও ইরানের একই ধর্মীয় সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, ইরানের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধা ও আগ্রহ আছে। এই দুই দেশ একত্রে কাজ করলে দুই দেশের আর্থ-সামাজিক উন্নতি ত্বরান্বিত হবে।

মন্ত্রী বাংলাদেশের ওষধের আন্তর্জাতিক মানের গুণগত দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ঔষধ রফতানি করছে। ইরান বাংলাদেশ থেকে ওষধ আমদানি করলে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্মত ওষধ পেতে পারে। ইরানের রাষ্ট্রদূত মন্ত্রীর এ প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস প্রদান করে বাংলাদেশের কয়েকটি ওষধ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও অধিক ছাত্র ভর্তির সুযোগ প্রদানে মন্ত্রীর সদয় বিবেচনা কামনা করেন। তিনি জানান, বাংলাদেশ থেকে সর্বাধিক পরিমাণ পাট আমদানি করে ইরান। বর্তমানে তারা বাংলাদেশের গার্মেন্টস ওওিষধ আমদানিতে আগ্রহ দেখাতে চায়।

রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানালে মন্ত্রী সাদরে তা গ্রহণ করেন। রাষ্ট্রদূত শিগগিরই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে বলে এ সময় জানান।
 
এসএ/বিএ/আরআইপি