কারখানা বন্ধ করা ছাড়া কোনো রাস্তা নাই : দেলোয়ার হোসেন
তোবা গ্রুপের কারখানা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি করেছেন গ্রুপের মালিক দেলোয়ার হোসেন। রোববার কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেলোয়ার হোসেন বলেন, বেতন না দিয়ে কারখানা বন্ধ করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি নিঃস্ব। আমার সব শেষ হয়ে গেছে।
দেলোয়ার হোসেন জানান, কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান যদি স্বল্প সুদে তাঁকে ২৫ থেকে ৩০ কোটি টাকা ঋণ দেয়, তবে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
এর ফলে আবার কারখানাগুলো সচল করতে পারবেন বলেও জানান তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ