ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে স্বর্ণ ও সিগারেটসহ আটক ২

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৮ এপ্রিল ২০১৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ, বিদেশি সিগারেট ও ওড়নাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর মিডিয়া অফিসার তানজিনা আক্তার। তিনি জানান, সকাল সাড়ে ৭টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই দুই ব্যক্তি ঢাকায় আসেন।

তিনি আরও জানান, আটক হওয়া দুই যাত্রীর কাছ থেকে তিনটি বারসহ ৪০০ গ্রাম ওজনের স্বর্ণ, ৮৩ কার্টন সিগারেট ও ১০০টি ওড়না জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর এপিবিএন।

জেইউ/বিএ/এমএস