ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় হচ্ছে নতুন ব্যাটালিয়ন!

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৯ এপ্রিল ২০১৫

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট এলাকার নিরাপত্তায় গঠন করা হচ্ছে নতুন একটি ব্যাটালিয়ন। একজন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ব্যাটালিয়ন গঠনের এ প্রস্তাবটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) আখতার হোসেন ভূঁইয়া বলেন, পুলিশের তরফ থেকে একটি প্রস্তাবনা এসেছে। বিষয়টি পর্যালোচনা যাছাই বাছাই করে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন ব্যাটালিয়নটি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আদলে গঠন করা হবে। এর নেতৃত্বে থাকবেন একজন পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তা। তার অধীনে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ এক হাজার পুলিশ সদস্য থাকবেন।
 
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বর্ধিত (এনেক্স) ভবনের দ্বিতীয় তলায় দুটি আদালত কক্ষ থেকে বোমা ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। ওই দিনই আইনজীবী সমিতি ভবনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। এতে দেশের সর্বোচ্চ আদালত অঙ্গণের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠে। এর পরপর আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারির এক বৈঠকে নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 
এছাড়া সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয় পুলিশের কাছে। এরপর পুলিশের তরফ থেকে নতুন একটি ব্যাটালিয়ন গঠন করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক দিন আগে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এএইচ/পিআর