ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সন্তু লারমাকে আন্দোলন করতে হবে না

প্রকাশিত: ০৭:১৩ এএম, ২২ এপ্রিল ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমাকে আন্দোলন করতে হবে না। চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এ সরকারের মেয়াদকালেই শেষ হবে।

মন্ত্রী বুধবার বান্দরবান পার্বত্য জেলার দুর্গম থানচি উপজেলায় নির্মাণাধীন থানচি-আলীকদম সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। সংসদ সদস্য আশিকউল্লাহ রফিক, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গণি এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে সড়ক অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ অঞ্চলের অবকাঠামোর সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি জড়িত। তিনি বলেন, পার্বত্য এলাকার অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সচেষ্ট।

মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসে থানচি-আলীকদম সড়কটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন বলে এসময় মন্ত্রী আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল মো. শফিকুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চিফ মেজর জেনরেল মোহাম্মদ আবদুল কাদির, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার দীর্ঘ থানচি-আলীকদম সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার মধ্য দিয়ে পার্বত্য তিনটি জেলার মধ্যে সড়ক সংযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

সড়কটি নির্মাণের ফলে কক্সবাজারের সঙ্গে সরাসরি পার্বত্য এলাকার তিনটি জেলার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি রামগড়-বারৈয়ার হাট-ফেনী হয়ে ঢাকার সঙ্গে এবং থানচি-আলীকদম হয়ে কক্সবাজারের সাথে পার্বত্য এলাকার সড়ক সংযোগ হতে যাচ্ছে।

এসএ/বিএ/পিআর