৯ মে পর্যন্ত সংসদ অধিবেশন
ফাইল ছবি
জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংক্ষপ্তি এ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
এর আগে, কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরু দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ এমপি-মন্ত্রীরা উপস্থিত আছেন।
চলতি অধিবেশন ১০টি বিল নিয়ে কার্যক্রম চলতে পারে। এর মধ্যে ৫টি বিল কমিটিতে বিবেচনাধীন। পাসের অপেক্ষায় দুটি আর উত্থাপনের অপেক্ষায় তিনটি।
পাসের অপেক্ষায় থাকা বিল দুটি হলো- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৭ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৭।
অন্যদিকে, কমিটিতে বিবেচনাধীন পাঁচটি বিল হলো- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল- ২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল- ২০১৬, কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০১৭, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল- ২০১৭ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৭।
উত্থাপনের অপেক্ষায় থাকা বিল তিনটি হলো- বেসরকারি বিমান চলাচল বিল- ২০১৭, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল- ২০১৭ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৭।
এর আগে ১৪তম অধিবেশন ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
এইচএস/জেএইচ/এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর