ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শিশুর জন্য উদার পরিবেশ চায় খেলাঘর

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৫ মে ২০১৭

শিশুর সাবলীল বেড়ে ওঠা ও মেধা বিকাশের জন্য উদার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে শিশুর বেঁচে থাকা, নিরাপদে বেড়ে ওঠা ও শিশুর ভবিষ্যৎ নিয়ে সঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় খেলাঘর আসরের অগ্রযাত্রার ৬৫ বছর উপলক্ষে সংগঠনটির গৃহীত ১১ দফা দাবি বাস্তবায়নে শিশু-কিশোরদের এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান, সাম্প্রদায়িকতার বিস্তারে খেলাঘর চরমভাবে উৎকণ্ঠিত। মুক্তমনা মানুষ হিসেবে বেড়ে ওঠার পরিবেশ বাধাগ্রস্থ হচ্ছে। খেলাঘর চায় শিশুর সাবলীল বেড়ে ওঠা ও মেধা বিকাশের উদার পরিবেশ নিশ্চিত হোক।

khalaghor

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শিল্পী লায়লা হাসান বলেন, দীর্ঘ ৬৫ বছর যাবৎ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মানবিক বোধসম্পন্ন, অন্ধবিশ্বাস ও জঙ্গিবাদ মুক্ত, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক আগামী প্রজন্ম গঠনে অবিরাম কাজ করছে খেলাঘর।

সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রধানমন্ত্রীরর উদ্দেশ্যে বলেন, একজন শিশুর প্রতি আপনার মমত্ববোধ, বিগত দিনে শিশুর সুরক্ষায় আপনাত গুরুত্বপূর্ণ মতামত খেলাঘরকে আশান্বিত করেছে। খেলাঘর বিশ্বাস করে আপনার সুদূরপ্রসারী পরিকল্পনা শিশুদের বাসযোগ্য করে তুলবে।

এসময় সংগঠনের পক্ষে থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, সর্বজনীন একমুখী শিক্ষানীতি প্রণয়ন। শিশু অধিকার প্রতিষ্ঠায় পৃথক মন্ত্রণালয় গঠন। সব ঝুঁকিপূর্ণ কাজ ও রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহার বন্ধ করতে হবে।

সমাবেশের আগে একটি প্রতিবাদ র্যালি বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এএস/জেডএ/পিআর

আরও পড়ুন